শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
টঙ্গিবাড়ীতে যুবদল কর্মীকে গ্রেফতার করায় মানববন্ধন
টঙ্গিবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:১৮ PM

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন শনিবার সকাল পাইকপাড়া হাই স্কুলের সামনে মেইন পাড়া রাস্তায় ইউনিয়ন যুবদল কর্মী মো: রাজিব বেপারীকে গ্রেফতার করায় মানববন্ধন করেন যুবদল মহিলাদল সহ নেত্রীবৃন্দরা।

বৃহস্পতিবার রাতে পাইকপাড়া নিচ বসত বাড়ী থেকে  নারায়ণগঞ্জ ফতুল্লা  থানা পুলিশ  রাজিব শেখকে জুলাই বিস্ফোরক মামলা দেখিয়ে তার গ্রেফতার করে নিয়ে যায় রাজিব বেপারীর স্ত্রী দুলারী আক্তার বলেন, আমার স্বামীকে কি মামলায় দিয়েছে তা আমরা জানিনা, মামলার বাদীও আমারা চিনিনা। ওইদিন রাতে আমাদের বাসায় এসে ঘরেন দরজা খুলতে বললে আমরা ঘরের দরজা খুলে দেই পুলিশ আমার স্বামীকে একটু কথার দরকার বাহিরে তাকে গাড়ীতে উঠিয়ে নিয়ে যায।পরে জানতে পারলাম জুলাইর বিস্ফোরক মামলায় আমার স্বামীকে আসামি করা হয়েছে। আমার স্বামী আব্দুলপুর ইউনিয়নের যুবদলকর্মী ছিলেন তিনি জুলাইযুদ্বার সময় আমাদের পরিবারের সদস্যরা নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকার  মিছিল, মিটিং ও সমাবেশে ছিলাম। সে আওয়ামী লীগের সাথে কোন সম্পর্ক ছিলো না। আমার স্বামীকে প্রতি হিংসায় ফাঁসানো হয়েছে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলার যুবদলের আহবান কমিটির সদস্য, রিপন ভূইয়া, শরিফ চোকদার,  আব্দুলপুর ইউনিয়ন যুবদর সদস্য রাজিব শেখ, রাকিব শেখ, মাসুম শেখ, সুজন সরকার, আলামিন সরদার, রতন দালাল, হিরা শেখ, পারভেজ বেপারী, রাহিম বেপারী, রামিম সরদার, মাহিম তালুকদার, কামরুল দেওয়ান, রিদয় দপ্তরী, আক্রাম চেকদার, রহমান দপ্তরি, মহিরাদল সূবর্না, বিউটি, নিলা আক্তার মিতু আক্তার সহ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত