সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
মেটা এআইয়ে দীপিকা পাড়ুকোনের কণ্ঠ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৪৯ PM
 দীপিকা পাড়ুকোন। সংগৃহীত ছবি

দীপিকা পাড়ুকোন। সংগৃহীত ছবি

বলিউডে দীপিকা পাড়ুকোনের কণ্ঠস্বর এবং উচ্চারণ নিয়ে এক সময় বিদ্রুপ করা হত। সেই দীপিকাই মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই কণ্ঠস্বর শোনা যাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।

দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, কেবল ভারত নয় মেটা এআইয়ে দীপিকার কণ্ঠ শোনা যাবে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে। এই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন।

মেটার সঙ্গে দীপিকার এ সংযোগ নিয়ে অভিনেত্রী যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন তেমনি তার ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন সময়ের কথাও তুলে ধরেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘এই মুহূর্তে মেটা এআইয়ের কণ্ঠস্বর আমি। কিন্তু একটা সময় ছিল যখন বলিউডে আমি সদ্য পথচলা শুরু করেছি। সেই সময় ভীষণভাবে আমার কণ্ঠস্বর, আমার উচ্চারণ নিয়ে ঠাট্টা করা হত। সময়ের সঙ্গে সঙ্গে সে সব বদলেছে। আমার কাছে এখন একটা সুযোগ এসেছে। আমাকে এই সবটাই অর্জন করতে হয়েছে। এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।’

মেটা এআইয়ের অংশ হওয়ার পরেও দীপিকা মনে করেন মানুষের আবেগ ও অনুভূতির স্থান যন্ত্র নিতে পারে না।

তার ভাষায় ‘আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কখনো নিতে পারবে না তা হল মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে যা শুধুমাত্র মানুষের।’

নিজের অভিনয় দক্ষতায় দীপিকা ইন্ডাস্ট্রিতে এক মজবুত জায়গা তৈরি করে নিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার পর এখনো নতুন কোনো সিনেমার শুটিং শুরু করেননি দীপিকা। তবে এর মধ্যে চড়া পারিশ্রমিক ও কর্মঘণ্টার শর্ত বেঁধে দেওয়ায় ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা দুইটি থেকে বাদ পড়তে হয়েছে দীপিকাকে। এ ছাড়া দীপিকার এই দুই শর্ত নিয়ে পক্ষ-বিপক্ষ তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতেও।

আগামীতে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমাতেও দেখা যাবে দীপিকাকে। এ ছাড়া আটলি কুমার পরিচালিত একটি সিনেমায় আসছেন দীপিকা, সেখানে তার বিপরীতে আছেন আল্লু অর্জুন।

তবে অভিনয় কমিয়ে দিয়ে প্রযোজক হিসেবেই বেশি মনোযোগী হতে চাইছেন দীপিকা। আগামী বছর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাঁচটি সিনেমা প্রযোজনা করবেন দীপিকা।


আরও সংবাদ   বিষয়:  দীপিকা পাড়ুকোন   মেটা   এআই  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত