মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
বারী সিদ্দিকী পদক পেলেন সাংবাদিক মাসুম বিল্লাহ্ রাকিব
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১:৪৫ AM

মাটি ও মানুষের শিল্পী, সুরের জাদুকর প্রখ্যাত বংশী বাদক প্রয়াত বারী সিদ্দিকী ৭১তম জন্মদিন উপলক্ষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের আয়োজনে ১৭ নভেম্বর কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে বারী সিদ্দিকী স্মরণে স্মৃতি চারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য শিল্পপতি ফিরোজ হায়দার খান। অনুষ্ঠান উদ্বোধন করেন নূর নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. খান আসাদুজ্জামান। অনুষ্ঠানের প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন নায়ক ডি.এ তায়েব।

বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের আয়োজনে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মাসুম বিল্লাহ রাকিব। বিশেষ এ সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত তিনি।

গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, বারী সিদ্দিকী পুরস্কার পাওয়াটা গর্বের ও সম্মানের। সাংবাদিক হিসেবে এ পুরস্কার পেয়ে আমি আনন্দিত। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই পুরস্কার। সেই সাথে ধন্যবাদ জানাই বারী সিদ্দিকী স্মৃতি পরিষদকে, যারা এত সুন্দর করে এ আয়োজন করেছে।

উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শফি মন্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, আশরাফ উদস, মুজিব পরদেশি, নোলক বাবু, সালমা, বিউটি, রাজীব ও প্রিন্স আলমগীরসহ আরো অনেকে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত