শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
সালমানের বাড়িতে গুলি চালানো আনমোল বিষ্ণোই গ্রেপ্তার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১:১১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সক্রিয় সদস্য আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। বুধবার তাকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এনে হস্তান্তর করা হয়। গত বছরের নভেম্বর থেকে তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতে ছিলেন। মঙ্গলবার দেশটি তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ করে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, আনমোল বিষ্ণোই কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। শিগগিরই তাকে দিল্লির একটি আদালতে তোলা হবে।

গত বছরের ১২ অক্টোবর মুম্বাইয়ে হত্যা করা হয় মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি (শরদ পাওয়ার) নেতা বাবা সিদ্দিকিকে। এ হত্যাকাণ্ডে আনমোল বিষ্ণোই অন্যতম অভিযুক্ত। মামলায় শুভম লোনকার ও জিসান মোহাম্মদ আখতারসহ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আরও ২৬ জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

শুধু তাই নয়, বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা এবং পাঞ্জাবি গায়ক সিধু মূসেওয়ালা হত্যাকাণ্ডের সঙ্গেও আনমোল বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গত বছরের এপ্রিলে সালমান খানের মুম্বাইয়ের বাড়িতে বন্দুকধারীরা হামলা চালায়, এরপর থেকেই তাকে খুঁজছিল পুলিশ।



আরও সংবাদ   বিষয়:  সালমান খান   আনমোল বিষ্ণোই  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত