
ফরিদপুরের চরভদ্রাসনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুলহাসান মোল্যা।
সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদে এ মেলার উদ্বোধন করেন তিনি। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাল্য বিয়ে প্রতিরোধে অংশীজনের সাথে মতবিনয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং ১০০ অভিবাবককে উপহার হিসেবে কম্বল প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, সহকারী কমিশনার(ভূমি) যায়েদ হোছাইন, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোজিউল্লাহ খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার প্রমুখ।