শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ৬ ডিসেম্বর ২০২৫
সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:১৪ PM

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৬,২০,০০০ (ছয় লক্ষ বিশ হাজার) টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। 

শুক্রবার ভোমরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-২/২ এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি দল মেইন পিলার-১৩/৩ এস এর ৫ আরবি থেকে ৩০০ গজ ভেতরে কলারোয়ার কেরাগাছি ও গেড়াখালি এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল কলারোয়া উপজেলার ওয়ারী এলাকায় ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।মাদরা বিওপির আভিযানিক দল একই পিলারের ৮ আরবি পয়েন্ট থেকে ১০০ গজ ভেতরে দক্ষিণ কালিবাড়ি এলাকায় ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।হিজলদী বিওপির দল হিজলদী বরইবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়া চান্দুরিয়া বিওপির আভিযানিক দল মেইন পিলার-১৭/৭ এস এর ১৬ আরবি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এতে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সরকারও উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। উদ্ধারকৃত মালামাল শিগগিরই সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তর করা হবে বলেও বিজিবি জানিয়েছে। স্থানীয় জনসাধারণ বিজিবির এসব দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানের ভূয়সী প্রশংসা করে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানায়।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত