বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে দোয়া মাহফিল
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:২২ PM

বিএনপি চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনায় বেনাপোল হাই স্কুল মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বিভিন্ন স্তরের নেতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জনগণ ও এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এ দোয়া মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আবহে পরিপূর্ণ ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।

বক্তব্যে তিনি বলেন— “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু আমাদের সকলের প্রাণের দাবি। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি— তিনি যেন শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন।”

তিনি আরও বলেন— “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা শুধু আমাদের নয়, দেশের কোটি মানুষের আশা-প্রত্যাশার বিষয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন,যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু,সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ,সদস্য সচিব মোঃ ওমর ফারুক,ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুজ্জামান আরিফ,সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন।

দোয়া পরিচালনা করেন বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বেনাপোল পৌর বিএনপি, পৌর যুবদল, পৌর স্বেচ্ছাসেবক দল, পৌর ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত