বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
ভান্ডারিয়ায় খালেদা জীয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ভান্ডারিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৩২ PM

পিরোজপুরের ভান্ডারিয়া আল-গায্যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ মাহমুদ তালুকদারের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সিকদার জাকির হোসেন।

শিক্ষক সমাজের পক্ষ থেকে বক্তব্য দেন প্রভাষক মোঃ নোমান চৌধুরী (গণিত) ও মোঃ ছগির হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফাসসির মুহাম্মাদ রুহুল আমীন হেমায়েতী।

এ সময় বুলেটিনের প্রতিনিধি মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত