বুধবার (৩ ডিসেম্বর) সকালে নকলা উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে পৌর শহরের বায়তুল আমান কাচারী জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলমোড় চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে মুফতি আনসারুল্লাহ তারা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা আঃ জলিল, মুফতি মনির আহমেদ হালিমী, হাফেজ ছায়েদুল ইসলাম, মুফতি তোফায়েল আলম কাসেমী, রাইয়্যান আল মাহদী অনন্ত, মুফতি লুৎফর রহমান মাদানী প্রমুখ।
বক্তারা আবুল সরকারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। আলোচনা শেষে বাউল শিল্পী আবুল সরকারের কুশপুত্তলিকা দাহ করা হয়।