বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে বিএনপির দোয়া
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:১০ PM

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ নভেম্বর) বিকেলে শহরের ফৌজদারী মোড়ে জামালপুর জেলা বিএনপি এই কর্মসুচির আয়োজন করে।  

জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি শহিদুল হক খান দুলাল, সহ সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। মিথ্যা মামলায় তিনি জেল, জুমুল, নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে আপোষ করেননি। কিন্তু স্বৈরাচার পতনের পর যখন নতুন করে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে সেসময় তিনি গুরুত্বর অসুস্থ। আমরা দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসেন এবং দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। 

দল-মত নির্বিশেষে খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া চান তিনি। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

দোয়া পরিচালনা করেন শহরের বড় মসজিদের খতিব মাওলানা মো: আব্দুল্লাহ।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত