বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
দূর্গম নানিয়ারচরে সেনাবাহিনীর মেডিক্যাল ক‍্যাম্পেইন
নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২৫ PM

রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন (১৭ই বেঙ্গল) এর উদ্যোগে কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

কুড়ামারা এলাকায় বিশেষ অপারেশন চালাকালিন সময় দেখা যায়, এলাকার জনসাধারণ সুচিকিৎসা হতে বঞ্চিত। অত্র অঞ্চলে বিভিন্ন এলাকায় সেনাদল কতৃক টহল দেওয়া হলে দেখা যায় ,এই এলাকায় চিকিৎসা কেন্দ্র না থাকায় বিভিন্ন সময় এলাকাবাসী অসুস্থ হলে তারা উন্নত চিকিৎসা হতে বঞ্চিত হয় এবং চিকিৎসার মান খুবই শোচনীয়, এমন শোচনীয় অবস্থা দেখতে পেয়ে নানিয়ারচর জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্ণেল মোঃ মশিউর রহমান,পিএসসি এর নির্দেশনায় সাধারণ এলাকাবাসীর স্বাস্থ্য সেবার মানউন্নয়নের জন্য তাৎক্ষণিকভাবে এই এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করেন। দুর্গম পাহাড়ি এলাকা কুড়ামারা, টংটুলিয়াপাড়া এবং আশেপাশের এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর ও বয়স্ক এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এই মেডিকেল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জানা গেছে,এটি স্বাস্থ্যসেবা বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর চিকিৎসা সেবা সহজলভ‍্য করা ও তাদের সার্বিক স্বাস্থ্যমান উন্নত করতেই সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগ। নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার বিএ-১০২৬৯৪ ক‍্যাপ্টেন আশিকুজ্জামান কতৃক ৩০জন পূরুষ,৮০ জন মহিলা ও ১২ জন শিশু সহ ১২২ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ বিনামুল্যে বিতরণ করা হয়েছে।

স্থানীয় জনগণের চিকিৎসা সেবা প্রদান করা ও তাদের সার্বিক স্বাস্থ্যস্থিতি উন্নত করতে নানিয়ারচর জোনের জোন কমান্ডার কর্তৃক বিই-৭০৯৪ ক্যাম্প অ্যাশিশমেন্ট কর্তৃক ৩০ জন পুরুষ, ৪০ জন মহিলা ও ১২ শিশুসহ সর্বমোট ৮২ জন রোগীকে বিভিন্ন ধরনের ঔষধি বিতরণ করা হয়।

এসময় নানিয়ারচর জোনের জোন কমান্ডার উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদানের কর্মসূচি তদারকি করেন। জোন কমান্ডার জানান যে, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং স্বাস্থ্য, সচ্ছলতা বাড়াতে সেনাবাহিনীর এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

স্থানীয় জনগণ জানান, সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। নিয়মিত সেবা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত প্রদান করেন এবং এমন চিকিৎসা সেবা নিয়মিত প্রদানের জন্য জোন কমান্ডারের নিকট অনুরোধ জানান। 

উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ সহযোগিতায় অতীব আন্দোলিত। বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগিতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন‍্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত