সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় থাকায় তার শারীরিক সুস্থতা কামনায় কাতারে দোয়া মাহফিল করেছে কাতারস্থ লাকসাম-মনোহরগঞ্জ উপজেলাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ডে-নাইট রেষ্টুরেন্ট এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাতারের বিশিষ্ট ব্যবসায়ী জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি সাংবাদিক কাজী শামীম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি মনির হোসেন ও মোঃ মইন।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক কাজী শামীম বলেন, সপ্তাহের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশের মানুষ নামাজ পড়ে, অনেকেই নফল রোজা রেখে তার শারীরিক সুস্থতা কামনা করছেন। দেশ ও দেশের মানুষের স্বার্থেই বেগম খালেদা জিয়ার সুস্থতা জরুরি।
দোয়া ও মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জালাল হোসেন বলেন, আমরা এক সংকটময় মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং সারা পৃথিবীর মানুষের ভালোবাসা এবং দোয়ায় হয়তোবা উনি এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমি আশা করি। এসময় লাকসাম মনোহরগন্জ উপজেলার অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপি মনোনীত প্রার্থী (কুমিল্লা-৯) আবুল কালামের সংসদীয় আসনের ভোটাররা এই দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ কারী জসিম উদ্দিন। শেষে নৈশভোজের আয়োজন করা হয়।