পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৫

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:১৮ PM আপডেট: ১৮.০১.২০২৬ ১২:২৮ PM (Visit: 344)

পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ রোডে অবস্থিত ‘গুল প্লাজা’ শপিং মলে শনিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পার হলেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ডা. সাবির মেমন জানান, প্রাথমিকভাবে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রবিবার সকালে দক্ষিণ জোনের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রাজা নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র হাসানুজ্জামান হাসিব খান জানান, অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার সকাল পর্যন্ত আগুনের মাত্র ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, বিশাল এই শপিং মলে প্রায় ১হাজার ২শটি দোকান রয়েছে। দোকানগুলোতে কাপড়, ক্রোকারিজ, ইলেকট্রনিক সরঞ্জাম এবং পারফিউমের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত তীব্র আকার ধারণ করে। ভবনটি অনেক পুরোনো হওয়ায় এবং আগুনের তাপে এটি যেকোনো সময় ধসে পড়ার শঙ্কা রয়েছে। এ কারণে অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে।

গার্ডেন সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) মহসিন রাজা জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী নিচতলার একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভবনের একটি অংশ ইতিমধ্যে ধসে পড়েছে।

সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি এবং স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন করার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। উদ্ধারকাজে সহায়তার জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে সিন্ধু রেঞ্জার্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার মাত্র একদিন আগে করাচি পোর্ট ট্রাস্টে (কেপিটি) অপর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাটারিভর্তি অন্তত ২০টি কন্টেইনার ভস্মীভূত হয়েছিল।


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   শপিং মল   ভয়াবহ   আগুন   নিহত   গুল প্লাজা     







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy