DNCC-এর নির্দেশিকা: ভাড়া বাড়ানো যাবে না দুই বছরের আগে

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
DNCC-এর নির্দেশিকা: ভাড়া বাড়ানো যাবে না দুই বছরের আগে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:২৭ PM (Visit: 359)

ভাড়া বাড়ানো যাবে না দুই বছরের আগে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)।

মঙ্গলবার দুপুরে নগর ভবনের হল রুমে এক সংবাদ সম্মেলনে প্রশাসক এজাজ রহমান এ কথা জানান।

ভাড়াটিয়ার অধিকার নিশ্চিত করতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী নতুন নির্দেশিকা জারি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)। নির্দেশিকায় বলা হয়েছে, ভাড়া বাড়ানো যাবে না দুই বছরের আগে এবং বাড়িওয়ালাকে প্রতি মাসে ভাড়ার লিখিত রসিদ দিতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, বাড়ির মালিককে ভাড়াকৃত বাসা বাসযোগ্য রাখতে হবে এবং গ্যাস, পানি, বিদ্যুৎসহ সব ধরনের ইউটিলিটি সেবা নিশ্চিত করতে হবে। কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের দায়িত্ব বাড়িওয়ালার। নতুন নিয়ম অনুযায়ী, ভাড়াটিয়ার কাছ থেকে এক থেকে তিন মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। পাশাপাশি বাড়ি ভাড়া দেওয়ার সময় লিখিত চুক্তিপত্র বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে ভাড়া বৃদ্ধির শর্ত, অগ্রিম জমা এবং অন্যান্য বিষয় উল্লেখ থাকতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার পর তা দুই বছর পর্যন্ত অপরিবর্তিত থাকবে এবং ভাড়া বৃদ্ধির সময় নির্ধারিত থাকবে জুন-জুলাই মাসে। দুই বছরের আগে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না। ভাড়াটিয়া যদি নির্ধারিত সময়ে ভাড়া পরিশোধে ব্যর্থ হন, তবে বাড়িওয়ালা প্রথমে মৌখিক সতর্ক করবেন এবং পরবর্তীতে লিখিত নোটিশ দিয়ে এক মাস সময় দিয়ে বাসা ছাড়ার নির্দেশ দিতে পারবেন। তবে উভয় পক্ষই ভবিষ্যতে দুই মাসের নোটিশ দিয়ে ভাড়া চুক্তি বাতিল করতে পারবেন।

নিরাপত্তার বিষয়েও নির্দেশনায় গুরুত্ব দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ দুর্যোগের ঝুঁকি বিবেচনায় প্রতিটি ভবনে ছাদের তিন ফুট গেইটের চাবি ভাড়াটিয়াদের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কোনো সমস্যা সমাধান না হলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কর্মকর্তার কাছে অভিযোগ জানানো যাবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, এই নির্দেশিকা বাস্তবায়নের মাধ্যমে রাজধানীতে ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষা এবং বাড়িভাড়া ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে আশা করা হচ্ছে







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy