লাখাইয়ে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

    
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৮ মাঘ ১৪৩২
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
লাখাইয়ে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:২৮ PM (Visit: 184)

হবিগঞ্জের লাখাইয়ে মদনপুর ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার ভোরের দিকে উপজেলার মোড়াকরি মদনপুর বড়পুল  এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান সুরাব মিয়া (৪০) নামে এক ব্যক্তি। সুরাব মিয়া উপজেলার মোড়াকরি গ্রামের, তিনি বিভিন্ন এলাকায় ফকিরি গান গাইতেন।

এ ঘটনায় অপর আহতরা হলেন দুর্ঘটনা কবলিত সিএনজি চালক হাফিজুল মিয়া ও অপর ২ যাত্রী ।

আহতদের উদ্ধার করে এবং গুরুতর আহত হাফিজুলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। 

স্থানীয় সুত্রে জানা যায়, ভোরে হবিগঞ্জের উদ্দেশ্যে মুড়াকরি থেকে ছেড়ে আসা সিএনজিটি উল্লেখিত স্থানে পৌছলে মালবাহী একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে এ ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy