সিলেটের দুই মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির লিফলেট বিতরণ

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
সিলেটের দুই মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির লিফলেট বিতরণ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪ PM (Visit: 277)

আনুষ্ঠানিকভাবে আজ নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা কার্যক্রম শুরু করেন।

প্রচারণাকালে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের মাঝে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচির তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বিএনপির প্রণীত স্বাস্থ্য ও শিক্ষানীতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং কৃষি বিপ্লব বাস্তবায়নে দলের পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করেন।

প্রচারণা চলাকালে এক ইন্টার্ন চিকিৎসকের প্রশ্নের জবাবে স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর বাস্তবায়ন বিষয়ে ডা. রফিকূল ইসলাম বলেন, “বিএনপি স্বৈরাচার পতনের পর থেকেই স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের বিষয়ে ধারাবাহিকভাবে কথা বলে আসছে। এ লক্ষ্যে সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে চিকিৎসক, নার্স, সেবাকর্মী ও রোগীসহ স্বাস্থ্যখাতের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষের মতামতের ভিত্তিতে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের পর দেশের জনগণ আবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। তাই তিনি সবাইকে নিজ নিজ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে আলোচনা করে বিএনপির দেশ গড়ার পরিকল্পনাগুলো সুচিন্তিতভাবে বিচার-বিশ্লেষণ করে যথাযথভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy