মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, ভোটগ্রহণের দায়িত্ব একটি আমানত, যা রক্ষা করা প্রত্যেক কর্মকর্তার ঈমানি দায়িত্ব। এই আমানতের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। তাই ভোটগ্রহণের সময় সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনগরের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজনগর উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। জেলা নির্বাচন কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।
এ সময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, একজন ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিজের কেন্দ্রে কী ঘটছে, সেটির দায়িত্ব সম্পূর্ণভাবে আপনাদের। অন্য কোথাও কী হচ্ছে, তা দেখার বিষয় নয়। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত মতামত বা আদর্শ থাকতে পারে, কিন্তু ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে আপনারা একজন লিডারের ভূমিকায় থাকবেন। লিডারের মতোই দায়িত্ব পালন করতে হবে এবং কেন্দ্রে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আগে থেকেই নির্বাচন আইন ভালোভাবে পড়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এবার প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পুলিশের বডি ক্যামেরা থাকবে। পুরো প্রক্রিয়া লাইভ মনিটরিংয়ের আওতায় থাকবে।
তিনি জানান, ভোটগ্রহণের এক-দুদিন আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের চিঠি পাবেন। দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কেন্দ্র ও আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা অরবিন্দু দাসসহ প্রশাসন ও নির্বাচন দপ্তরের কর্মকর্তারা।