শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা শাকসু নির্বাচনের দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে একটি গ্রহণযোগ্য তফসিল ঘোষণার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন।
তিনি বলেন, “গণতান্ত্রিক চর্চা ধ্বংস করে শিক্ষাঙ্গনে স্থবিরতা তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় শাকসু নির্বাচন কোনোভাবেই আর বিলম্বিত করা যাবে না।”
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়া বলেন, “ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম। নির্বাচন স্থগিত রাখা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল।”
উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নেয়ামত উল্লাহ বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব।”
পৌর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জামিল আহমেদ বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।”
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।