জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইটবোঝাই দুই ট্রলির প্রতিযোগিতায় ফারুক (১৮) নামে এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সেলিম (১৯) নামে অপর ট্রলির চালক আহত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার গুনারিতলা ইউনিয়নের মাদারগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর জোড়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী এলাকার মাসুদের ছেলে ও আহত সেলিম একই গ্রামের প্রবাসী বেলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে পৌর এলাকার সোহাগ ইট ভাটা থেকে দুইটি ট্রলি ভর্তি ইট নিয়ে আমতলা যাচ্ছি। পথে উত্তর জোড়খালী এলাকায় একই দিক থেকে আসা ওই দুটি ইট ভর্তি ট্রলি বেপরোয়াভাবে ওভারটেক করার সময় একে-অপরের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতাবস্থায় ফারুক ও সেলিমকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রলি চালক ফারুককে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মেডিকেল অফিসার ডা. দিল আফরোজ নিশা জানান, নিহত ফারুকের বুকের পাজড়ের বেশ কয়েকটি হাড় ভেঙে ফুসফুসে ঢুকে তার মৃত্যু হয়েছে। অপরদিকে সেলিম মাথায় আঘাত পেয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, সে শঙ্কামুক্ত।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-বাবু/নুর