মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
দুর্নীতি বন্ধে ক্ষতিগ্রস্ত মালিকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৭:০০ PM
কক্সবাজারের মহেশখালীতে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণের অর্থ পরিশোধে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও মধ্যস্বত্বভোগীদের অনুপ্রবেশ বন্ধে স্থানীয় এলাকার বাসিন্দাদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার দুপুরে উপজেলার ধলঘাটের প্রকল্প এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ ক্ষতিগ্রস্ত মালিকদের উদ্দেশ্যে বলেন, কোন কাজে হয়রানির শিকার হলে সরাসরি দায়িত্বপ্রাপ্ত অধিগ্রহণ কর্মকর্তাকে জানাবেন। সরাসরি তার সাহায়তা চাইবেন। প্রয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসকের শরণাপন্ন হবেন।

এডিসি রেভিনিউ বলেন, ভূমি অধিগ্রহণের কাজে মধ্যস্বত্বভোগীদের অনুপ্রবেশ বন্ধে কঠোর জেলা প্রশাসন। ক্ষতিপূরণের অর্থ আদায়ের বেলায় নিজের কাজ নিজে করুন। কোন মধ্যস্বত্বভোগী ব্যবহার করবেন না।

যে কোন ধরণের দুর্নীতি অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসন আরও বেশি সতর্ক থাকবে উল্লেখ করে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন এডিসি আমিন আল পারভেজ৷

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, ধলঘাট ইউপি চেয়ারম্যান কামরুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

-বাবু/ফাতেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত