বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
আগষ্ট মাস এলে ষড়যন্ত্রকারীরা নীল নকশা নীল নকশায় ব্যস্ত: অসীম কুমার উকিল
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৭:০৬ PM
কেন্দুয়ায় উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, নেত্রকোনা -৩ (কেন্দুয়া- আটপাড়া)  সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেন, আগষ্ট মাস এলে ষড়যন্ত্রকারী নীল নকশা তৈরিতে ব্যস্ত সময় পার করেন । 

শনিবার (৩০ জুলাই) বিকাল ৪ টায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূইয়া সঞ্চালনায় প্রধান অতিথি আরো বলেন,আপনারা সবাই সজাগ থাকবেন পাশাপাশি বিএনপি জামাত জোটের গতিবিধি খেয়াল রাখবেন, যাতে তারা কেন্দুয়ায় ষড়যন্ত্রের মাধ্যমে কোন নীল নকশা তৈরি করে জনগণের কোন ক্ষতি করতে না পারে। 

আজকের এই বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন, কেন্দয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনা আক্তার, শ্রমিকলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, কৃষক লীগের আহবায়ক ফণী ভূষণ ভদ্র মাধু, যুবমহিলালীগের সভাপতি কল্যানী হাসান,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মহসিন, যুবলীগ নেতা, তারেক ছাত্রলীগ নেতা, স্বপন, শাফিম প্রমূখ। 

উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি / সাধারণ সম্পাদকবৃন্দ  উপজেলা যুবলীগ,কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

-বাবু/ফাতেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত