লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ সংগঠন সমূহের সাংগঠনিক বিষয়ে যৌথ জাতীয় পার্টি'র একাংশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার রেল স্টেশন এলাকার আমিন রেজিয়া মার্কেটের জনতা ব্যাংক এর তৃতীয় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা জাতীয় পার্টিসহ সকল অঙ্গ সংগঠন সমূহের আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সরওয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ শাহরিয়ার সিজার।
এতে টাকার বিনিময়ে বহিরাগত জামাত বিএনপি ও তার ব্যক্তিগত কর্মচারীদের দিয়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি ও উপজেলা কমিটি গঠনসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ তুলে জাতীয় পার্টির হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সমন্বয়কারী মোস্তফা সেলিম বেঙ্গলকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব রেজাউল করিম বাঘ, সাবেক উপজেলা সদস্য সচিব কে এম শরিফুল ইসলাম রুবেল, গোতামারি ইউনিয়ন সাবেক সভাপতি আবু হোসেন, বড়খাতা ইউনিয়নের সাবেক সভাপতি ডা.আরেফুল ইসলাম উজ্জ্বল, জাতীয় ছাত্রসমাজের উপজেলা সাবেক সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ। অপর অংশের নেতৃত্বে রয়েছেন আহবায়ক আবুল কাশেম মিয়া ও সদস্য সচিব শফিকুল ইসলাম মাস্টার। যৌথ মতবিনিময় সভা প্রসঙ্গে উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম বলেন, যৌথ মতবিনিময় সবভা দলীয়ভাবে আহবান করা হয়নি। কেউ আহবান করে থাকলে দলীয় শৃংখলা পরিপন্থী কাজ করেছে
-বাবু/ফাতেমা