শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
নির্বাচন ভীতি পেয়ে বসেছে বিএনপিকে
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১০:০৫ AM আপডেট: ৩১.০৭.২০২২ ১০:১১ AM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, হারিকেন কখন যেন পেট্রোল বোমা হয়ে যায়। বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে বলেই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

শনিবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলা ডিগ্রী কলেজ মাঠে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ শুরুর আগে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।

গতকালের বিএনপির হারিকেন মিছিল নিয়ে বিদ্রুপাত্নক প্রশ্ন করে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনী প্রতিক ধানের শীষের পরিবর্তে হারিকেন হলো কি না? তবে জনগণের আশঙ্কা এই হারিকেন কখন যেন পেট্রোল বোমা হয়ে যায়।

আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহবান জানিয়ে এসময় তিনি আরও বলেন, সব দলের অংশগ্রহনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো কারও জন্য নির্বাচনী ট্রেন দাঁড়িয়ে থাকবেনা।

দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত এই কাউন্সিলের উদ্বোধন করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলণে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, আব্দুল আউয়াল শামীম ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত