দুই মাস বন্ধ থাকার পর পুনরায় ভারত থেকে গম আমাদানি শুরু হয়েছে। এতে করে প্রাণচাঞ্চল্যতা ফিরেছে এবন্দরে। গতকাল সোমবার বিকেল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গম আসতে শুরু করেছে।প্রায় এক হাজার মেট্রিক টন গম বাংলাদেশে প্রবেশ করেছে।
শুল্কমুক্ত সুবিধায় মঙলবার সকালে এসব গমের ছাড়পত্র নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান সারদা ট্রেডার্স। গম আমদানিকারক প্রতি মেট্রিক টন গম ৩৫৫ ইউএস ডলার মূল্য দিয়ে ভারত থেকে ক্রয় করছে। যা বাংলাদেশি টাকায় প্রতি টন গমের মূল্য দাঁড়িয়েছে ৩২ হাজার ৩২৬ টাকা। আমদানিকৃত প্রতি কেজি গমের মূল্য ৩২ টাকা ৩২ পয়সা।
গম আমদানিকারক সারদা ট্রেডার্সের পয়েন্ট ম্যানেজার তারাপদ দাস জানান, আমদানিকৃত এই গম তাদের পূর্বে পাঠানো এলসির বিপরীতে ভারতীয় রপ্তানিকারকরা তাদের সরবরাহ করেছেন।ভারত গম রপ্তানি বন্ধ করলেও শর্ত ছিল তারা পূর্বের এলসির গম রপ্তানি করবে। তবে ভারতে বন্যায় রেললাইন ক্ষতিগ্রস্থ হলে গত দুই মাস গম আমদানি হয়নি।এ চালানে তাদের ২৫০০ মেট্রিক টন গম আসবে।
গম আমদানির সিএন্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারি মো. আক্তার হোসেন জানান, ভারতের উত্তর প্রদেশ থেকে এসব গম আসতেছে। বন্যার কারণে রেল যোগাযোগ বন্ধ থাকায় মে মাস থেকে গম আসা বন্ধ ছিলো।
এব্যাপারে কথা হলে বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম জানান দীর্ঘ দুইমাস বন্ধ থাকার পর ভারত থেকে বাংলাদেশ এ বন্দরের মাধ্যমে গম আমদানি শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১ হাজার মেট্রিক টন গম বন্দরে প্রবেশ করেছে। আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। গাড়ী বন্দরের প্রবেশ করার পর বন্দরের যে আনুষ্ঠানিকতা তা শুরু হয়েগেছে।প্রতিটি গমের ট্রাক থেকে বন্দরে প্রবেশ ফি ও অবস্থান ফিসহ অন্যান্য মাশুল আদায় করবে স্থলবন্দর কর্তৃপক্ষ।
-বাবু/নুর