শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী আটক
সাইফুল ইসলাম, টেকনাফ কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৪:৫১ PM আপডেট: ০২.০৮.২০২২ ৪:৫৯ PM
কক্সবাজার টেকনাফ সীমন্তে অপহরণের চার দিন পর অপহৃত দুই কিশোরসহ চারজনকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। এ সময় এক অপহরণকারীকেও আটক করা হয়।

সোমবার (০১ আগস্ট) উপজেলার বাহারছড়ার গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

অপহৃতরা হলেন- আমিনুর রহমান (১৪), মো. নুর (১৩), মো. ইলিয়াস (৩৮) ও সৈয়দ আহাম্মদ (৬৫)।

তারা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, চাষি মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ সৈয়দকে পাহাড় থেকে রোববার সকালে অপহরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে একই ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ আমিনুর রহমান ও একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ নূরকে রোহিঙ্গা সন্ত্রাসীরা পানি খাবে বলে ঘরের দরজা খুলে গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে তাদের স্বজনদের কাছে ১১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। এর পরিপ্রেক্ষিতে থানায় একটি মামলাও হয়। পরে রোববার দিনব্যাপী পাহাড়ে অভিযান চালায় পুলিশ। কিন্তু কাউকে করা সম্ভব হয়নি।

এরপর সোমবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত একযোগে টেকনাফের বাহারছড়া গহিন পাহাড়ে র‍্যাব ও পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে রাতে গহিন পাহাড়ি আস্তানা থেকে অপহৃত দুই-কিশোরসহ চারজনকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত স্থানীয় একজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, অপহরণকারী ও উদ্ধারকৃতরা বর্তমানে র‍্যাব হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

-বাবু/নুর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত