লক্ষ্মীপুরে হিমাচল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে ওই বাসের সুপারভাইজার বাদশা মিয়া (৩৫) নিহত হয়েছেন। এসময় শিশুসহ বাসের আর ৫ জন যাত্রী আহত হয়।
বুধবার (৩ আগস্ট) সকাল ৭ টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের মান্দারীর মটবী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের আবদুল মালেকের ছেলে।
আহতরা হলেন, মফিজ (৩৪), রাজন (২১), মাহমুদুল হাসান (৩০), দেলোয়ার হোসেন (৪০) ও আদিব নামে দেড় বছর বয়সী এক শিশু। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার শিকার বাসের যাত্রী শাহাদাত হোসেন বলেন, হিমাচল নামের যাত্রীবাহী বাসটি সকালে রামগতির আলেকজান্ডার থেকে ঢাকা যাবার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি মান্দারীর মটবী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি সিএনজি অটোরিকশা বাসের সামনে এসে পড়ে। দ্রুতগতিতে থাকা বাসটির চালক ব্রেক করতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের পাশে ক্ষেতের মধ্যে ছিটকে পড়ে।
তিনি বলেন, বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলো। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। এদের মধ্যে অনেকেই কমবেশি আহত হয়েছে বলে জানান তিনি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিধুন কান্তি কুরী বাস দুর্ঘটনায় সুপারভাইজার বাদশা মিয়া নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
-বাবু/শোভা