সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্র শাহজাদপুর এর আয়োজনে ও শাহজাদপুর শিল্পকলা একাডেমির সহযোগিতায় শনিবার বিকেল ৫ টায় শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রর আহবায়ক এ এ শহিদুল্লাহ বাবলুর সভাপতিত্বে ও কাজী শওকতের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন,মোঃ আসমত আলী, শাহজাদপুর সাহিত্য পরিষদের সভাপতি আতিক সিদ্দিকী প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা নাচ,গান,আবৃত্তি ও নাটক পরিবেশন করেন।
-বাবু/ফাতেমা