টাঙ্গাইলের সখীপুরে (সখীপুর- সাগরদিঘী) সড়কের সৌখিনমোড় এলাকায় অবস্থিত কাঁঠবাড়ী রেস্টুরেন্ট ও মিলপাড় এলাকায় অবস্থিত বাঁশবাড়ি রেস্টুরেন্ট কে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড প্রদান করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল রেস্তরা আইন ২০১৪ এর ধারা ০৭ লঙ্ঘনের অপরাধে ১৯ ধারায় কাঁঠবাড়ী রেস্টুরেন্ট কে ২০,০০০ টাকা ও বাঁশবাড়ী রেস্টুরেন্ট কে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪ ধারা লঙ্ঘন করায় ৬৬ ধারায় ছয়জন ব্যক্তিকে পৃথকভাবে ১,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। অর্থ দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিরা হলেন উপজেলার দাবাইল গ্রামের বাসীন্দা হযরত আলীর ছেলে নাহিদ হাসান পাপ্পু (২৫), কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের বাসীন্দা সোহেল রানার ছেলে তন্ময় (১৮), কচুয়া গ্রামের বাসীন্দা নেওয়াজ আলীর ছেলে সিয়াম (১৮), গজারিয়া ইউনিয়নের কালিদাস গ্রামের সোরহাব হোসেনের ছেলে মিজানুর রহমান (৩৭), পাশ্ববর্তী উপজেলা ভালুকার উথুরা ইউনিয়নের কয়েদি গ্রামের বাসীন্দা লিমন (১৮), একই উপজেলার ডাকাতিয়া গ্রামের বাসীন্দা ওয়াজেদ আলীর ছেলে স্বাধীন (২০)।
-বাবু/শোভা