বরিশালে হিজলা উপজেলার মেঘনা নদীতে ভোলাগামী এমভি ফারহান-ফাহিম নামক একটি মাঝারী ধরণের ট্রলারে করে ৩৭২০ বস্তা চিনি নিয়ে যাওয়ার সময় ডুবু চরে লেগে ট্রলারটি ৮০% পানির নীচে ডুবে যায়।
১০ আগস্ট (বুধবার) সকাল অনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক সংবাদ পেয়ে হিজলা নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ট্রলারের ৫ স্টাফকে সুস্থ অবস্থায় উদ্ধার সহ ৩০০ বস্তা চিনি উদ্ধার করেন। এবং বাকী চিনির বস্তা ট্রলারসহ পানিতে ডুবন্ত অবস্থায় রয়েছে।
হিজলা নৌ পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে জানান, ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথেই নৌ পুলিশ টিম নিয়ে সেখানে উদ্ধার কাজে ও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে। এবং ট্রলারে থাকা কোন স্টাফদের প্রানহানি হয়নি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
-বাবু/ফাতেমা