বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৪:৫১ PM আপডেট: ১৪.০৮.২০২২ ৫:২৭ PM
শনিবার বিকেলে (নাচোল -গোমস্তাপুর-ভোলাহাট) সাংবাদিক কল্যাণ তহবিলের  কার্যনির্বাহী কমিটির এক  সভা রহনপুর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

এই সভায় সভাপতিত্ব করেন তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমদ, এবং সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু। 

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাকিল রেজা, সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমেদ হৃদয়, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন সনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসাইন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম ও শাহ্ কবির ।

 মাসিক সঞ্চয়, সমাজ সেবা, খেলাধূলা, চিকিৎসা ও সাধারণ সভা আয়োজনের ব্যাপারে বিশদভাবে আলোচনা করা হয় এবং সংগঠনের সদস্যদের মধ্যে জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন ও চিকিৎসা করাতে ভারতে যাচ্ছেন এবং দেশে  থেকে চিকিৎসা নিচ্ছেন তার মধ্যে আসাদুল্লাহ আহমদ, নুরুল ইসলাম বাবু, আলিউল হক  ডলার, হাসানুজ্জামান ডালিম, আব্দুর রহমান মানিক, সোহেল রানাসহ সাংবাদিক পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করানো হয়। মোনাজাত করেন সংগঠনের সহ- সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান মানিক।

-বাবু/ফাতেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত