নেত্রকোনার বারহাট্টায় (১৫ আগস্ট ২০২২) সোমবার স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী (জাতীয় শোক দিবস) পালন করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় বারহাট্টা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বারহাট্টা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ,বারহাট্টা উপজেলা যুবলীগ,বারহাট্টা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বারহাট্টা থানা, বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বারহাট্টা প্রেসক্লাব, বারহাট্টা উপজেলা শিল্পকলা একাডেমি, বারহাট্টা উপজেলা ছাত্রলীগ, বারহাট্টা উপজেলা যুব মহিলা লীগ, বারহাট্টা সরকারি কলেজ, বারহাট্টা সিকেপি সরকারি উচ্চ বিদ্যালয়, বারহাট্টা বালিকা উচ্চ বিদ্যালয়, বারহাট্টা মহিলা আওয়ামী লীগ, বারহাট্টা কৃষক লীগ, বারহাট্টা অফিসার্স ক্লাব, বারহাট্টা বঙ্গবন্ধু পরিষদ, বারহাট্টা পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন এন জি ও ফোরামসহ আরো অনেক প্রতিষ্ঠান।
এবং বাদ যোহর ও সুবিধা জনক সময়ে বারহাট্টা উপজেলা বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত মিলাদ ও দোয়া/প্রার্থনার আয়োজন করা হয়।
-বাবু/শোভা