শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ১:৩৪ PM
নেত্রকোনায় জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার ১৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 

এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা বারহাট্টা ২ আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী এমপি, জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান ভিপি লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জি এম খান পাঠান বিমল, নেত্রকোনা পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমী, সাধারণ সম্পাদক টিটু দত্ত রায় প্রমুখ।

অপরদিকে সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। 

জেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

-বাবু/শোভা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত