বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কলমাকান্দায় বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত
রীনা হায়াৎ কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৫:১৯ PM
কলমাকান্দা উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, প্রেসক্লাব, বঙ্গবন্ধু পাঠাগার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

এইদিন সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্ত্বর প্রাঙ্গণে, উপজেলা আওয়ামীলীগ কার্যালয় ও বঙ্গবন্ধু পাঠাগারে প্রথমেই দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। 

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. আবুল হাসেমের সভাপতিত্বে ও পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মানু মজুমদার এমপি। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তাং, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্স (ওসি) আব্দুল আহাদ খান, নারীনেত্রী ক্যামেলিয়া মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, সমপাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা যুব মহিলালীগের সহ সভাপতি কনা আক্তার প্রমূখ।

-বাবু/ফাতেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত