ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় কর্মসূচীর আলোকে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়।
সোমবার(১৫ আগস্ট) বিকেলে দিনের অন্যান্য কর্মসূচি শেষে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।
বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ব্যারিস্টার জাকির আহাম্মদ, এড. সুজিত কুমার দেব, চেয়ারম্যান জসিম উদ্দিন, যুবলীগ নেতা আলামিনুল হক আলামিন প্রমুখ। এর পূর্বে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও একরামুল ছিদ্দিক-এর সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংসদ প্রধান অতিথি হিসাবে যোগ দেন।
-বাবু/ফাতেমা