বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
সাভারে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সাংবাদিকদের ধমক দিলেন আ.লীগের দুই নেতা
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ১০:২৭ AM
আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত ১৫ ইং আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া'র আয়োজন করা হয়।

সোমবার (১৫ আগস্ট) আশুলিয়ার গ্রামীণ কনভেনশন সেন্টারে আলোচনা সভা মিলাদ ও দোয়া'র আয়োজন করা হয়।

আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান এর সঞ্চালনায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে এ আলোচনা সভা মিলাদ ও দোয়া'র অনুষ্ঠান পরিচালিত হয়। 

এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান (এম.পি)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কবির, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ।

এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ন আহ্বায়ক মইনুল হোসেন ভূঁইয়া সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-নেত্রী ও কর্মীবৃন্দ।

আলোচকগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের মৃত ব্যক্তিদের রূহের মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপি-জামায়াতকে নিষিদ্ধের দাবি জানান। সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

আলোচনা সভায় তথ্য সংগ্রহকালে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাংবাদিকদের ধমক দিয়ে সরিয়ে অসম্মান করেন এমন অভিযোগ পাওয়া গেছে । অভিযোগের প্রমাণ ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে।  

এব্যাপারে জানতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত