বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
গলাচিপায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১০:৪১ AM
১৭ আগস্ট ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা মৎস্যজীবী লীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় পৌরমঞ্চে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. ধলা মিয়া মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাবুর সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা শেষে পৌরমঞ্চ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু. মজিবর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. রেজাউল করিম ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম ও মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস ও এডভোকেট ওবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার, দপ্তর সম্পাদক সমির দেবনাথসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-বাবু/শোভা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত