টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষিকার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। বুধবার (১৭ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করে।
জানা যায়, গত ৮ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে ভূঞাপুর পৌরসভার বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আকলিমা প্রতিদিনের ন্যায় বাড়ি হতে স্বামী সন্তানসহ মোটরসাইকেল যোগে কর্মস্থলে রওনা দেয়। পথিমধ্যে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারের বাড়ির সামনে আসলে ৭-৮জন সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। প্রতিবাদ করায় একপর্যায়ে শিক্ষিকার স্বামী জয়নুরকে মারপিট করতে থাকে। স্বামী জয়নুরকে রক্ষা করতে আকলিমা এগিয়ে গেলে তাকেও বেদম মারপিট করে আহত করে। তাদের এলোপাথাড়ি মারপিটে আকলিমাসহ স্বামী ও দুই শিশু সন্তান গুরুতর আহত হয়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ৬জনকে আসামি করে ভূঞাপুর থানায় একটি মামলা করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন- ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজু, শিক্ষক রফিকুল ইসলাম, শাহ আলম খান, মমতাজ খানম, নাসরিন সুলতানা, মফিজুর রহমান, আব্দুস সালাম প্রমুখ।
-বাবু/শোভা