মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বিএনপি যেন ঘোলা পানিতে মাছ শিকার না করতে পারে : আমু
কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৪:২৩ PM

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বে প্রাকৃতিক গ্যাস ভোজ্য ও জ্বালানি তেল ছাড়াও বিদ্যুৎ সহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়ছে। তার কিছু প্রভাব বাংলাদেশেও পড়েছে। এখন বিএনপি চাইবে ঘোলা পানিতে মাছ শিকার করতে। যাতে ঘোলা পানি সৃষ্টি না করতে পারে এর জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ বৃহস্পতিবার নলছিটি মাচেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের নেমেছিল জনগণ সাড়া দেয়নি সফল হতে পারেনি, যখন বিশ্ব বাজারের সবকিছুর দাম বাড়ছে এখন তারা আন্দোলনে নেমেছে এখনো সফল হতে পারবে না।প্রধানন্ত্রী কোরানাকালীন সময়ে যে দিকনির্দেশনা দিয়েছিলেন তা আমরা পালন করে করোনা মোকাবিলা করেছি। ঠিক এখন যে পদক্ষেপ গুলো নিয়েছেন সেগুলো মেনে চললে অল্প সময়ের মধ্যে সবকিছু আগের মতো হয়ে যাবে।

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভপাপতিত্বে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সদস্য আমু কন্যা ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট জি,কে মোস্তাফিজুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার প্রমুখ।

-বাবু/শোভা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত