শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ভূঞাপুরে জন্মাষ্টমী উৎসব পালিত
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৬:৩০ PM

টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় অধ্যাপক সুহাস চন্দ্রের সভাপতিত্বে ও শ্রীকৃৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক অভিজিৎ ঘোষ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শংকর দাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিন, অধ্যাপক আখতার হোসেন খাঁন প্রমুখ। বক্তব্য রাখেন- তাপস কুমার দে সরকার, সরণ দত্ত, রমারাণী ভৌমিক, অর্চনা রাণী, রুহি দাস, বাসুদেব প্রমুখ।


-বাবু/শোভা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত