মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
কেরানীগঞ্জ হাসপাতালে সন্ত্রাসী হামলা, কুপিয়ে জখম, আহত ৮
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৭:১০ PM

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া জেনারেল হাসপাতালে শনিবার মধ্যরাতে রোগির স্বজনদের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আকাশ সহ আটজন গুড়তর আহত হয়েছে। 

এসময় হাসপাতালের দিতীয় তলায় ব্যাপক ভাংচুর করা হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ শাহ জামান ঘটনার সত্যতা স্বীকার করেছে। 

প্রসুতি রোগি কথা আক্তার  জানায়, শনিবার রাত ১০ টায় ইকুরিয়া জেনারেল হাসপাতালের তৃতীয় তলার কেবিনে সিজারিয়ান অপারেশনের জন্য তার দেবর ও বন্ধু মহল রক্ত দিতে হাসপাতাল আসে। রাত সাড়ে ১১ টায় আকাশ চা খাওয়ার জন্য রাস্তার গেলে আলমগীর ও আরমান নামে দুই ব্যক্তি আকাশের গলায় চাপাটি ঠেকিয়ে মোবাইল সেট ছিনিয়ে নেয়। 

এক পর্যায়ে আকাশ আলমগীরকে ধাক্কামেরে ফেলে দিয়ে মোবাইল সেট নিয়ে দৌড়ে হাসপাতালের ভিতরে ঢুকলে রাত ১২ টায় আলমগীর ও আরমান সহ আরোও ১০ জন বকাটে সাথে নিয়ে চাপাটি দিয়ে হাসপাতালের দরজা কুপিয়ে ভেঙ্গে আকাশকে ছিনিয়ে নেয়। এসময় আরিফ ও সিফাত আকাশকে বাচাতে এলে আলমগীর বাহিনী ইকুরিয়া জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় ব্যাপক তাণ্ডব চালিয়ে ও কুপিয়ে আরিফ, আকাশ, মাসুদ, ফায়সাল, রাহাদ সহ আট জনকে কুপিয়ে জখম করেছে। 

বকাটেদের তাণ্ডবে হাসপাতালের রোগীরা আতংকিত হয়ে ছোটাছুটি করতে থাকে। পরে মধ্যরাতে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সুত্রে জানাগেছে আহত আকাশের অবস্থা আশংকা জনক। এব্যাপার রবিবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত