শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আটক ৪
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৯ PM

নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুইটি অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে এ সকল অভিযান পরিচালিত হয়। এই ঘটনায় নড়াইল সদর থানা ও লোহাগড়া থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

আটককৃতরা হলেন, নড়াগাতি উপজেলার পাটনা গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে মনির খান, একই গ্রামের রেজাউল খানের ছেলে রফিকুল ইসলাম, সদর উপজেলার বাগডাঙ্গা সারোল গ্রামের রবী মোল্যার মেয়ে সুইটি বেগম ও একই গ্রামের আব্দুর রউফ মোল্যার ছেলে রেজাউল মোল্যা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জেলার বড়দিয়া মহাজন ঘাটের জনৈক মো. লিটন এর চায়ের দোকানের পাশে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করলে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির খান ও মো. রফিকুল ইসলামকে আটক করা হয়।

অপরদিকে এসআই মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ জেলার সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রাম হতে মাদকদ্রব্য বিক্রয়ের সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুইটি বেগম ও রেজাউল মোল্যকে আটক করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানা ও লোহাগড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত