রাজধানীর শ্যামপুর, গেন্ডারিয়া ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা, ইয়াবা, জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০। রোববার (৪সেপ্টেম্বর) সকালে র্যাবের মিডিয়া সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর অভিযানিক দল গত শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা থেকে তিনজন জাল টাকা সরবরাহকারীকে আটক করে। আটককৃতরা হলেন- মো. মিরাজ সরদার (৩৮), মো. সুমন (৩৫) ও মো. নুর জামাল (৩৪)। এসময় তাদের কাছ থেকে ১হাজার টাকা সমমূল্যের ৪৭টি জাল নোট, ৫০০ টাকা সমমূল্যের ৯০টি জাল নোট ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়াও একইদিন রাজধানীর শ্যামপুর এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ৪ লক্ষ ৫০ হাজার ছয়শত টাকা মূল্যের ১৫০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন- ওমর ফারুক মিয়া (৩২) ও মো. আমিন (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।
এছাড়াও একইদিন রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম সজীব কুমার দাস (২৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে তিনটি ভূয়া সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি কালার প্রিন্টার, একটি কী-বোর্ড, একটি মাউস, একটি পাওয়ার ক্যাবল ও একটি ডাটা ক্যাবল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাবু/এসএম