রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
রবিবার ১০ আগস্ট ২০২৫
টেকনাফে কোস্টগার্ড এর পৃথক অভিযানে মাদক উদ্ধার
সাইফুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৯ PM

টেকনাফে পৃথক অভিযান চালিয়ে৮৯হাজার ইয়াবা উদ্ধার  করছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (০৩সেপ্টেম্বর)সকালে উপজেলার ছেঁড়া দ্বীপ সমুদ্র ও নাইট্যংপাড়া এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃখন্দকার মুনিফ তকি (বিএন)। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে,শুক্রবার রাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেঃকমান্ডার আশিক আহমেদের নেতৃত্বে সেন্টমার্টিন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন ছেঁড়া দ্বীপ হতে আনুমানিক দুই নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে বাংলাদেশ সীমানায় একটি ফিশিং বোট দেখা যায়।ফিশিং বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেতদেয়। বোটটি না থেমে সাদা একটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এছাড়া অপরদিকে শনিবার (০৩সেপ্টেম্বর) বিকালে  টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় অভিযান চালানো হয়।অভিযানকালীন বরইতলী হতে একজন ব্যক্তিকে একটি কালো রংয়ের পলিথিন ব্যাগসহ আসতে দেখে যায়।পরে লোকটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পিছু ধাওয়া করলে তার হাতে থাকা ব্যাগটি চালিয়াতলি ব্রীজের কাছে ফেলে পশ্চিম দিকে পাহাড়ের জঙ্গলে পালিয়ে যায়।পরে পলিথিন ব্যাগটি তল্লাশি চালিয়ে৩৯হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত