নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে পারভিন সিরাজ মহিলা কলেজে অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে।
রবিবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে পারভীন সিরাজ মহিলা কলেজের উদ্যোগে কলেজ হল রুমে শিক্ষার মানোন্নয়ন লক্ষ্যে অভিভাবক, পরিচালনা পর্ষদ ও শিক্ষক মণ্ডলীর মধ্যে মত বিনিময়ের মাধ্যমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিভাবক সভায় পারভীন সিরাজ মহিলা কলেজের কলেজ অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রভাষক মোজাহিদুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞা।
শিক্ষার মানোন্নয়ন বিষয়ক অভিভাবক সভায় প্রধান অতিথি কামরুল হাসান বলেন, পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে।
বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন।জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন করেছেন যাতে অতি সহজেই তারা অল্প খরচে লেখা পড়ার সুযোগ পায়।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।তাই অভিভাবকগণ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে।
এ সমাবেশের মাধ্যমে অভিভাবকদের চিন্তা- চেতনা,পরামর্শ ও অভিযোগ ভবিষ্যতে কলেজের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ সহ সম্মানিত শিক্ষক মন্ডলী।
বাবু/এসএম