রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, এক লক্ষ টাকা অর্থদণ্ড
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৯ PM

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পূর্ব পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে আটক করে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক দুইটি মামলায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিতুলিয়াপাড়া ও ভালকুটিয়া এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার ভালকুটিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সুরমান আলী, চিতুলিয়াপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে শাহাদত ও ছানোয়ার মিয়ার ছেলে রাসেল মিয়া, বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার পূর্বষর্দি গ্রামের কালু লাড়ীর ছেলে নুর ইসলাম, কাঞ্চন মিয়ার ছেলে জয়নাল আবেদীন ও আব্দুর রাজ্জাকের ছেলে মামুন হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান, যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে পৃথক দুইটি স্থান থেকে ৬ জনকে আটক করে পৃথক দুটি মামলায় একজনকে ৫০ হাজার টাকা ও অপর ৫জনকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাবু/এসএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত