ফেনীর সোনাগাজী পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে সোনাগাজী পৌরসভার হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর সচিব (ভারপ্রাপ্ত) আবুযর গিফারী, কাউন্সিলর শেখ কলিম উল্যাহ রয়েল, বেলায়েত হোসেন, হেদায়েত উল্যাহ পাটোয়ারী, নাছির উদ্দিন, আইয়ুব আলী খাঁন, জামাল উদ্দিন নয়ন, নাজিম উদ্দিন ভূঞা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় পৌরসভার বিভিন্ন এলাকা ভবিষ্যতে কিভাবে উন্নয়ন করা যায় ও করণীয় শীর্ষক আলোচনা করা হয়।
বাবু/এসএম