বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
কেন্দুয়ায় আশুজিয়া জেএনসি ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৩ PM
নেত্রকোনার কেন্দুয়ায় আশুজিয়া জেএনসি ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) কেন্দুয়ার আশুজিয়া জেএনসি ইন্সটিটিউশনেরের  ম্যানেজিং কমিটির নির্বাচন স্কুল কার্যালয়ে  সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪.০০টা পর্যন্ত চলে।

এতে নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস অফিসার মোহাম্মদ আজহারুল আলম।

নির্বাচন শেষে কমিশনের বরাতে জানা যায়, মোট ভোটার ৯৭৬ জন,ভোট প্রদান করেছেন ৮৭৫ জন, ভোট বাতিল হয়েছে ৫২ টি এবং ভোট প্রয়োগ করেন নাই ১০১ জন।

 নির্বাচন কমিশনার কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস অফিসার মোহাম্মদ আজহারুল আলম জানান, মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

এর মধ্যে মো. আ. রাজ্জাক ছাতা প্রতীক নিয়ে ৪৩৮ ভোট পেয়ে  ১ম, মো. আবুল কালাম আজাদ তালা প্রতীক নিয়ে ৩৮৭ ভোট পেয়ে ২য়, মো.আতিকুল ইসলাম হারিকেন প্রতীক নিয়ে ৩৮৭ ভোট পেয়ে ৩য় এবং মো.শহীদুল আলম চেয়ার প্রতীক নিয়ে ৩৫১ ভোট পেয়ে  ৪র্থ স্থান অর্জন করে অভিভাবক সদস্য হিসাবে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

প্রধান শিক্ষক  এজাহারুল ইসলাম  বলেন, ম্যানেজিং কমিটির মোট সদস্য সংখ্যা -0৯ জন। 

এর মধ্যে নির্বাচিত অভিভাবক সদস্যের সংখ্যা-০৪ জন। মহিলা প্রতিনিধি ১ জন আনোয়ারা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

শিক্ষক প্রতিনিধি ০৩ জন নির্বাচিত হয়েছেন ভানু দত্ত, মো. মোজাম্মেল হক এবং বিলকিস আক্তার। দাতা সদস্য হিসাবে ০১ জন নির্বাচিত হয়েছেন আব্দুল হাই তালুকদার। 

নির্বাচনের বিজয়ী আ. রাজ্জাক এবং পরাজিত  প্রার্থী আনিছুর রহমান নির্বাচন শেষে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

ম্যানেজিং কমিটির বর্তমান (এডহক কমিটি) সভাপতি আব্দুল মালেক এবং প্রধান শিক্ষক  এজাহারুল ইসলাম  বলেন,  নির্বাচনে ভোটারগণ অত্যন্ত আনন্দঘন পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান  করেছেন এবং তারা  বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

-বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত