ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কফ সিরাপসহ একজনকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার মনিয়ন্দ ইউপির শিবনগর গ্রামের মোঃ শাহার মিয়ার ছেলে মোঃ মানিক মিয়া (৪৭)।
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া থানার উপ পরিদর্শন (এসআই) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় আটকৃতের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে আনা ৭০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
আখাউড়া থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকার জানান, মাদকদ্রব্যসহ মানিক মিয়াকে আটক করে শুক্রবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।
-বাবু/এসআর