বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের ভাড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় শহরের চককান পাড়া এলাকায় প্রতিপক্ষের হাতে তিনি খুন হন। নিহত জহুরুল ইসলাম চককানপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক করে দেওয়ার কাজ করতেন।
জানা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকায় কিছু লোক যাত্রীদের অ্যাম্বুলেন্স ভাড়া ঠিক করে দেওয়ার কাজ করেন। শুক্রবার সন্ধ্যায় ভাড়া ঠিক করা নিয়ে জহুরুলের সঙ্গে অন্যদের বিরোধ হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্সের লাইট ভাংচুরের ঘটনা ঘটে।
রাত সাড়ে ১২টার দিকে জহুরুল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হোটেল নাজ গার্ডেনের পেছনে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে র্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, অ্যাম্বুলেন্সের ভাড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে জহুরুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
-বাবু/এসআর