শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত আমিন জিএস
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৪ AM
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ প্রদান উপলক্ষে টাঙ্গাইলের উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যুতসাহী ব্যক্তিত্ব, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আমিন এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ্ আলম সরকার। এছাড়াও গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।

উপজেলা পর্যায়ে বাছাইকৃত প্রাথমিক শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জন করায় শ্রেষ্ঠ এসএমসির সভাপতি ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। পরবর্তীতে তারা জেলা পর্যায়ে প্রতিযোগিতা করবেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান বলেন, গোবিন্দাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি, শিক্ষানুরাগী ও বিদ্যুতসাহী ব্যক্তিত্ব মো. আমিনুল ইসলাম আমিন উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় (এসএমসি) এর শ্রেষ্ঠ সভাপতি ও সহকারী শিক্ষক মো. শাহ্ আলম সরকারকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এছাড়া আমাদের বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। এই অর্জন পরবর্তীতেও ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম আমিন বলেন, আমাদের প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে অভিভাবক, শিক্ষক মন্ডলী এবং ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির নিরলস পরিশ্রম অব্যাহত রাখতে হবে। শিক্ষানুরাগী ব্যক্তিদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত করতে হবে। বিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। শিশুদের যথাযথ বাড়তি যত্ন নিতে হবে। মনে রাখতে হবে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তিনি আরও বলেন, গোবিন্দাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী খুবই মেধাবী, দক্ষ এবং পরিশ্রমী। যে কারণে উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন সম্ভব হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায়, আগামীতে আরও ভালো হবে বলে আমি বিশ্বাস করি।

-বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত